কুরবানীর বাজার

পবিত্র ঈদুল আজহা আসন্ন ।  প্রতিবারের মত এবারো  সাম্প্রতিক কুরবানীর বাজার জমে উঠেছে ।  দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন বাজারে হাট বসানো শুরু হয়েছে ।  গরু, ছাগল, ভেড়া, দুম্বা এবং উটও থাকছে মানুষের কুরবানীর পশুর পছন্দের তালিকায় ।   কিন্তু কেউ কেউ এখানো বিষন্নতায় ভুগছেন, দ্বিধাদ্বন্দে আছেন কেমন গরু কিনবেন, সেটি কেমন হবে ।  দাম কেমন হবে, দরদাম করে নেয়া যাবে কিনা ।  গরু দেশী নাকি বিদেশী ।   এসব বিষয় যাচাই  করে নেয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে । নয়তো গরু কিনে ঠকতে হতে পারে ।  গরুর দাম কেমন হতে পারে, কোন গরু ভালো হতে পারে, দেখতে কেমন হতে পারে এসব বিষয়ে আইডিয়ার জন্য এ সাইটটি আপনাকে হেল্প করবে ।


কি মনে হচ্ছে?  গতবারের চেয়ে এবার গরুর দাম একটু বেশী ।   তাই যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা রয়েছে অনেকখানি ।


পাশাপাশি ইদানিং গরু মোটাতাজা করার জন্য বিভিন্ন কেমিক্যাল ঔষধ খাইয়ে গরুকে হাটে নেয়া হচ্ছে ।  তাই গরু কেনার আগে সাবধান, জেনে নিন গরুটি গ্রাম গঞ্জের গৃহপালিত গরু কিনা ।  নয়তো গরু কিনে ঠকতে পারেন আপনিও ।

বিভিন্ন কাজে সবাই ব্যস্ত, তাই আমিও সময় নষ্ট করার প্রয়োজন অনুভব করছি না । 
আজ এটুকুই ।  

ধন্যবাদ সবাইকে । 

No comments:

Post a Comment

Popular Posts

Search This Blog

Labels