সিলেটে কোরবানীর পশুর হাট বসছে আখালিয়াস্থ বিজিবির মাঠে

সিলেটে কোরবানীর পশুর হাট বসছে আখালিয়াস্থ  বিজিবির মাঠে । গত সোমবার থেকে মাঠ প্রস্তুত করার কাজ শুরু হয়। বেশ কিছু গরুও ইতোমধ্যে উঠেছে। এলাকায় এধরনের একটি  পশুর হাট করায় স্থানীয়রা আনন্দিত। তারা বলছেন এতে করে কোরবানীর পশু কিনতে তাদের অনেক কষ্ট কম হবে। প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদার করারও দাবী জানান তারা ।

No comments:

Post a Comment

Popular Posts

Search This Blog

Labels